kalerkantho

সোমবার । ১১ মাঘ ১৪২৭। ২৫ জানুয়ারি ২০২১। ১১ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

তিন গণমাধ্যমকে ক্ষমা চাইতে বললেন ভিপি নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল তাঁর কথোপকথনের একটি অডিও ক্লিপের খণ্ডিতাংশ বিকৃতভাবে প্রচার করে ভুলভাবে ব্যাখ্যা করেছে বলে দাবি করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, এর মাধ্যমে তাঁকে ও তাঁর সংগঠনকে নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চক্রান্ত করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ভিপি নুর। এ সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নুর বলেন, ‘অডিওটির প্রথম অংশের কথোপকথন ছিল আমার পরিচিত এক ভাইয়ের সঙ্গে, যেখানে আমার খালার কনস্ট্রাকশন ফার্মের ১৩ কোটি টাকার একটি কাজের ব্যাংক গ্যারান্টি নিয়ে আলোচনা করছিলাম। এটা আমার একান্ত ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসা সংক্রান্ত বিষয়। কিন্তু দুটি টেলিভিশন চ্যানেল বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করে। বলা হয় যে আমি প্রকল্প কর্মকর্তার সঙ্গে ১৩ কোটি টাকার ঠিকাদারি কাজ নিয়ে তদবির করছি। একইভাবে একটি অনলাইনেও এই সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকৃত সত্য হচ্ছে, কোনো প্রকল্প কর্মকর্তার সঙ্গে কথা বলিনি বা তদবির করিনি।’ ভিপি নুর বলেন, ‘অডিও ক্লিপটির দ্বিতীয় অংশে অন্য ব্যক্তির সঙ্গে আমার কথোপকথন প্রচারিত হয়। সেখানে বলা হয়েছে, প্রবাসী কোনো এক ব্যক্তির কাছে আর্থিক সহযোগিতা চেয়েছি। আরেকটি চ্যানেল প্রচার করেছে যে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক বিএনপি নেতার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছি। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে, জনৈক প্রবাসী ফোন করে তাঁকে সহযোগিতার কথা বলেন।

মন্তব্যসাতদিনের সেরা