kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

মিয়ানমারের বিরুদ্ধে মামলা পর্যবেক্ষণ করবে বাংলাদেশ

প্রয়োজনে তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা

কূটনৈতিক প্রতিবেদক   

২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজেনোসাইডবিরোধী সনদ লঙ্ঘন ও রোহিঙ্গা জেনোসাইড চালানোর অভিযোগে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলা পর্যবেক্ষণ করবে বাংলাদেশ। আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর নেদারল্যান্ডসের হেগে ওই মামলার শুনানি হওয়ার কথা আছে।

জাতিসংঘে বাংলাদেশের বিদায়ি স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন গত বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেছেন, ‘বাংলাদেশ এই মামলা গভীরভাবে পর্যবেক্ষণ করবে। এই মামলা চালাতে গিয়ে আমাদের (বাংলাদেশের) যদি কোনো সহযোগিতা লাগে, বিশেষ করে তথ্য-উপাত্ত বা প্রমাণ দেওয়ার ব্যাপারে, তাহলে আমরা নিশ্চয়ই সহযোগিতা করব।’

জানা গেছে, রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন শিগগিরই ঢাকায় ফিরছেন। এরপর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) হিসেবে দায়িত্ব নেবেন। আগামী দিনে তাঁর পররাষ্ট্রসচিব হওয়ার সম্ভাবনা আছে। আগামী মাসে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলা চলার সময় বাংলাদেশের একটি প্রতিনিধিদলের উপস্থিত থাকার কথা।

মন্তব্য