দেশে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ দাবি করেছে নড়াইল ওয়ার্কার্স পার্টি। গতকাল শুক্রবার দুপুরে নড়াইল শহরের চৌরাস্তায় ওয়ার্কার্স পার্টি নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে এক মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।
পেঁয়াজ, চালসহ বিভিন্ন দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। এ ছাড়া সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা এবং শ্রমজীবী মানুষের ৬০ বছর বয়স হলে পেনশন দেওয়ার দাবি জানানো হয়। এ সময় জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি শাহাজান মৃধা প্রমুখ বক্তব্য দেন।
মন্তব্য