kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

কলারোয়া সীমান্তে ৩১টি সোনার বার জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি   

২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত পথে ভারতে পাচারের সময় প্রায় দুই কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩১ পিস সোনার বার জব্দ করেছে বিজিবি। গতকাল সকাল ৭টার দিকে এগুলো জব্দ করা হয়।  

বিজিবির কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার ওলি আহম্মেদ জানান, গতকাল সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হবে—এমন খবর আসে বিজিবির কাছে। ফলে সীমান্তের চারাবাড়ী ও কেড়াগাছি সড়কে টহল জোরদার করা হয়। সকাল ৭টার দিকে মোটরসাইকেলে চেপে দুই ব্যক্তিকে আসতে দেখে তাঁদের চ্যালেঞ্জ করে বিজিবি। এ সময় তাঁরা মোটরসাইকেল ফেলে রেখে দৌড়ে পালিয়ে যান। পরে মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় একটি পলিথিনে মোড়ানো ৩১ পিস সোনার বার জব্দ করা হয়। ওই সোনা সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা