kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

ইটিভির সাবেক চেয়ারম্যানের নামে করা মামলা বাতিল

নিজস্ব প্রতিবেদক   

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএকুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে দুদকের করা মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এক রায়ে শুধু আবদুস সালামের ক্ষেত্রে মামলাটি বাতিল করেছেন।

আদালতে সালামের পক্ষে আইনজীবী ছিলেন ড. শাহদীন মালিক। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। অ্যাডভোকেট খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১৫ সালের ১৩ এপ্রিল সালামের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেছিল। মামলায় সালাম ছাড়াও তাঁর ভাই আফতাবুল আলম এবং ইটিভির সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদারকে আসামি করা হয়েছিল।

মন্তব্য