kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

ঢাকার বিবৃতিআলোচনাসভায় তথ্যমন্ত্রী

পুরো জনগোষ্ঠীতে টেলিভিশনের প্রভাব ব্যাপক

নিজস্ব প্রতিবেদক   

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহ্মুদ বলেছেন, ‘শিশু-কিশোরসহ আমাদের পুরো জনগোষ্ঠীর ওপর টেলিভিশনের প্রভাব ব্যাপক। যে মাধ্যমের এত প্রভাব, সেটিকে আমরা জাতি গঠনে কাজে লাগাতে পারি।’

বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। আরটিভির সহায়তায় ‘কেমন আছে দেশের টেলিভিশন’ শীর্ষক এ সভা আয়োজন করে ‘ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার’।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের নতুন প্রজন্মের মনন তৈরি এবং একই সঙ্গে ভবিষ্যতের স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছানোর জন্য মেধা, মূল্যবোধ ও দেশাত্মবোধসম্পন্ন জনগোষ্ঠী তৈরির সক্ষমতা আমাদের টেলিভিশন চ্যানেলগুলোর রয়েছে।’

আলোচনায় অন্যদের মধ্যে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিকুর রহমান, মাছরাঙা টেলিভিশনের বার্তাপ্রধান রেজওয়ানুল হক প্রমুখ অংশগ্রহণ করেন।

মন্তব্য