kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

‘শৃঙ্খলা আনতেই সড়ক আইন’

নিজস্ব প্রতিবেদক   

১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজস্ব আদায়ের জন্য সড়ক আইন-২০১৮ করা হয়নি। বরং সারা দেশে সড়কে শৃঙ্খলা আনতেই এই আইন। মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে এই আইন করা হয়েছে। শাস্তি ও জরিমানা বাড়ানোর কারণও একটিই। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাফিক সচেতনতা কার্যক্রম শেষে এসব কথা বলেন। নগরবাসীকে সড়ক আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিদেশে গেলে আমরা সবাই ট্রাফিক আইন মেনে চলি। কারণ সেখানে আইন অনেক কঠোর। ঢাকায়ও ক্যান্টনমেন্ট এলাকায় গেলে আমরা নিয়ম ও আইন মেনে চলি। শহর চলনসই রাখতে আমাদের এই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’ নগরবাসীর মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে দেড় ঘণ্টা ধরে গাড়িচালক ও পথচারীদের বিভিন্ন ধরনের নির্দেশনা দেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি সচেতনতামূলক লিফলেটও বিতরণ করেন। 

মন্তব্য