kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

ময়মনসিংহে স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাস, মাদক ও জঙ্গিমুক্ত দেশ রেখে যেতে চাই

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা সন্ত্রাস-জঙ্গি-মাদকমুক্ত বাংলাদেশ রেখে যেতে চাই। আমরা মনে করি, মাদকমুক্ত না করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা হারিয়ে ফেলব। এ কারণে প্রধানমন্ত্রী মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইনসে আন্ত জেলা পুলিশ সুপার বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। ‘মুজিব বর্ষে যুক্তির পথে সত্যকে জানব, অন্ধকার ঠেলে সমৃদ্ধ ময়মনসিংহ গড়ব’—এই স্লোগান নিয়ে ওই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশকে মাদকমুক্ত না করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম হারিয়ে যাবে, তাই মাদক নির্মূলে চেষ্টা অব্যাহত থাকবে। নিরাপত্তা বাহিনী মাদক সরবরাহ বন্ধের বিষয়ে দেখবে। তবে মাদক নির্মূলে জনগণকে সচেতন করতে হবে। তা ছাড়া দেশে মাদকসেবীদের নিরাময়ে চিকিৎসাব্যবস্থাও চালু হয়েছে।

ময়মনসিংহের কোতোয়ালি ও ভালুকা মডেল থানায় অনলাইনে সাধারণ ডায়েরি কার্যক্রম উদ্বোধন করে     স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অনলাইনে পুলিশ ছাড়পত্র ব্যবস্থাসহ সব সেবা দোরগোড়ায় পৌঁছে দিয়েছি।’

জরুরি সেবা ‘৯৯৯’-এর সুফল বর্ণনা করতে গিয়ে আসাদুজ্জামান খান বলেন, এই সেবা এখন সারা দেশে পরিচিতি লাভ করেছে। মানুষ যেখানেই অসুবিধায় পড়ে, তখনই ৯৯৯ চাপ দিলে পুলিশ এসে তার পাশে দাঁড়াচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার (সদ্য অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) শাহ আবিদ হোসেন। এতে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, দেশবরেণ্য লেখক শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. লুত্ফুল হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, দেশবরেণ্য জাদুশিল্পী জুয়েল আইচ, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, সিটি মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ‘চেতনায় অম্লান’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন।

মন্তব্যসাতদিনের সেরা