kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত
আবরার রাহাতের মৃত্যু

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক   

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রথম আলোর কিশোর সাময়িকী ‘কিশোর আলো’র অনুষ্ঠানে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক এবং কিশোর আলোর সম্পাদকের কাছ থেকে এই টাকা আদায়ের নির্দেশনা চাওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজটির সাবেক শিক্ষার্থী ওবায়েদ আহমেদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ এ রিট আবেদন করেন।

গত ৩ নভেম্বর পাঠানো লিগ্যাল নোটিশের জবাব না পেয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চের অনুমতি নিয়ে এই রিট আবেদন করা হয়। এতে তথ্য, শিক্ষা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিবসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা