kalerkantho

শনিবার । ৪ আশ্বিন ১৪২৭। ১৯ সেপ্টেম্বর ২০২০। ১ সফর ১৪৪২

ঘুমিয়েছিলেন চালক তাসের ও অপু!

নিজস্ব প্রতিবেদক   

১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঘুমিয়েছিলেন চালক তাসের ও অপু!

তূর্ণা নিশীথা ট্রেনের চালক তাসের উদ্দিন ও সহকারী চালক অপু দের ঘুমের কারণেই ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগ রেলস্টেশনে গত সোমবার দিবাগত রাতে ট্রেন দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ রেলওয়ের একাধিক কর্মকর্তার কাছ থেকে এ তথ্য জানা গেছে। এসব কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন ও তূর্ণা নিশীথা ট্রেনে দায়িত্বরতদের কাছ থেকে এসব তথ্য জানতে পেরেছেন। তবে তদন্তের আগে তাঁরা সব তথ্য প্রকাশ করতে চাইছেন না। এ ছাড়া ঘন কুয়াশাসহ প্রতিবেশ কেমন ছিল তা-ও জোর দিয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। দুর্ঘটনার পর পাঁচটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

বাংলাদেশ রেলওয়ের পরিচালনা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কসবায় পৌঁছার আগেই গত সোমবার দিবাগত রাতে ঘুমিয়ে পড়েছিলেন তূর্ণা নিশীথার চালক ও তাঁর সহকারী। মন্দবাগ  রেলস্টেশনের মাস্টার জাকির হোসেন চৌধুরী জানান, আউটার ও হোম সিগন্যালে লালবাতি দেওয়া ছিল। এর পরও তূর্ণা নিশীথার চালক সিগন্যাল অমান্য করেন।

মন্তব্যসাতদিনের সেরা