kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

এক মঞ্চে বিভিন্ন ধর্মের বিশিষ্টজন

শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ার তাগিদ

নিজস্ব প্রতিবেদক   

১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসন্ত্রাস নয়, শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ার অন্য রকম এক তাগিদ দিলেন দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের একদল গুণী মানুষ। গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুরের সিবিসিবি সেন্টারে পোপ ফ্রান্সিসের বাংলাদেশে আগমনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘উন্মুক্ত হৃদয় আনে শান্তি ও সম্প্রীতি’ শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেন, সম্প্রতিই হচ্ছে মানব শান্তির মূল সুর। আর সম্প্রীতি থাকলে সেখানে সন্ত্রাসের জায়গা হয় না। সন্ত্রাস-অশান্তি সব সময়ই মানব কল্যাণের পরিপন্থী।

সেমিনারে বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট ঝর্ণা গ্লোরিয়া সরকার, ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ প্যাট্রিক ডি’রোজারিও, মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ, ড. মো. আনিসুজ্জামান, স্বামী দেবধ্যানান্দ মহারাজ, সুজিত কুমার বড়ুয়া, বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর খ্রিস্টীয় ঐক্য ও আন্তর্ধর্মীয় সংলাপ কমিশনের চেয়ারম্যান বিশপ বিজয় এন ডি’ক্রুজ, বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত পোপের প্রতিনিধি আর্চবিশপ জর্জ কোচেরি প্রমুখ। এ ছাড়া প্যানেল সেশনে আলোচনা করেন অধ্যাপক ড. মেসবাহ কামাল,  অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, পীযূষ বন্দোপাধ্যায় প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা