ভারতের অযোধ্যায় বাবরি মসজিদসংক্রান্ত মামলার রায় নিয়ে বাংলাদেশে কোনো উত্তেজনা বা বিশৃঙ্খলা হবে না বলে আশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি গতকাল শনিবার ঢাকার পল্টনে দক্ষিণ এশীয় কারাতে চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই প্রত্যাশার কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি নিজে ভারতে বাবরি মসজিদ নিয়ে রায়টি পুরোপুরি দেখেননি। তবে বাংলাদেশ সম্প্রীতির দেশ। বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সবাই সম্প্রীতির মধ্যে বসবাস করছে। তিনি আরো বলেন, ‘আমরা কোনো উত্তেজনার মধ্যে যাব না।’
মন্ত্রী আশা করেন, ভারতেও শান্তি বজায় থাকবে।
ভারতের সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির একটি বেঞ্চ সর্বসম্মতিক্রমে গতকাল এক রায়ে বাবরি মসজিদের জমিতে মন্দির নির্মাণের জন্য এর স্বত্ব ট্রাস্টকে দেওয়ার আদেশ দিয়েছেন। ভারতের কেন্দ্রীয় সরকারকে তিন মাসের মধ্যে ওই ট্রাস্ট গঠন করতে বলা হয়েছে। এ ছাড়া অযোধ্যায় একটি মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াক্ফ বোর্ডকে বিকল্প স্থানে পাঁচ একর জায়গা বরাদ্দ দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত।
মন্তব্য