kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সোনারগাঁ গঠনে মুক্ত আলোচনা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসন্ত্রাস, বাল্যবিয়ে ও দুর্নীতিমুক্ত ‘স্বপ্নের সোনারগাঁ’ গড়ার লক্ষ্যে গতকাল শনিবার সোনারগাঁয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন থোকার উদ্যোগে আয়োজিত এ সভায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ রয়েল রিসোর্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরকারের চলমান উন্নয়নকে তুলে ধরতে এবং বাল্যবিয়ে, ইভ টিজিং, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে জনপ্রতিনিধি ও সুধীসমাজের মতামত চেয়ে এ মুক্ত আলোচনার আয়োজন করা হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, মাহমুদা আক্তার ফেন্সী, মনিরুজ্জামান মনির, মোজাফফর হোসেন, জহিরুল হক, জাহিদ হাসান জিন্নাহ, মাসুদুর রহমান মাসুম, ডা. রউফ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা