kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

ঘূর্ণিঝড় ‘বুলবুল’

জেএসসি-জেডিসির আজকের গণিত পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক   

৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে সারা দেশে আজ শনিবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবারের জেএসসি পরীক্ষা ১২ নভেম্বর মঙ্গলবার ও জেডিসি পরীক্ষা ১৪  নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আজ জেএসসি ও জেডিসির গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক কালের কণ্ঠকে জানান, সারা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় আজ শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী শনিবারের জেএসসি ১২ ও জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

একই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষ ও এলএলবি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ।

মন্তব্য