রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করার বিষয়ে জাতিসংঘের কারিগরি সমীক্ষা প্রতিবেদনের অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াশিংটনের এ অবস্থান উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির উপপ্রশাসক বনি গ্লিক এবং পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস জে ওয়েলসের তিন দিনের বাংলাদেশ সফর শেষে যুক্তরাষ্ট্র দূতাবাস ওই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের ওই দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বৈঠকে ভাসানচরের বিষয়েও আলোচনা হয়েছে।