kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য সম্মেলন ১৩-১৫ নভেম্বর

কূটনৈতিক প্রতিবেদক   

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅস্ট্রেলিয়ার সিডনিতে আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য কাউন্সিল যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। ঢাকায় অস্ট্রেলীয় হাইকমিশন গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আসন্ন সম্মেলন দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধিতে সাহায্য করবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সম্মেলনে যোগ দেবেন। বাংলাদেশে অস্ট্রেলীয় হাইকমিশনার জুলিয়া নিবলেট গত সোমবার টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ করেন। বাণিজ্যমন্ত্রী ও হাইকমিশনার দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে করণীয় বিষয়ে আলোচনা করেন। জুলিয়া নিবলেট জানান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বিমুখী বাণিজ্য গত এক বছরে ২৪৪ কোটি অস্ট্রেলীয় ডলারে পৌঁছেছে এবং এটি আরো বাড়ানোর যথেষ্ট সুযোগ আছে।

বাংলাদেশ অস্ট্রেলিয়ায় তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, জুতা, প্রক্রিয়াজাত খাবার ও পাট রপ্তানি করে। আর আমদানি করে তৈরি পোশাক শিল্পের তুলা, দুগ্ধজাত পণ্য, মসুর ডাল, শিক্ষাসহ অন্যান্য সেবাপণ্য।

মন্তব্যসাতদিনের সেরা