kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

মহিলা পরিষদের কর্মিসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   

১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারী আন্দোলনের প্রতিবন্ধকতা দূর করতে ধর্মান্ধতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের নেতারা। গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পরিষদের কর্মিসভায় এই আহ্বান জানানো হয়। ‘সংগঠকের গুণগত মান বৃদ্ধি করি, সংগঠনের স্থায়িত্ব নিশ্চিত করি’ স্লোগান নিয়ে এবারের কর্মিসভা হয়। তাতে সভাপতিত্ব করেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, সীমা মোসলেম, সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম প্রমুখ। সভায় বক্তারা বলেন, এক ধরনের সামাজিক সংকট ও অবক্ষয়ের মধ্য দিয়ে মানুষ যাচ্ছে। এই অবক্ষয় দেখা যাচ্ছে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রেও। এই অবক্ষয় দূর করে যুক্তিবাদী, মানবিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের জন্য নারী আন্দোলনের সঙ্গে তরুণ প্রজন্মকে যুক্ত করতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা