kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

বন্দরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। গতকাল শুক্রবার সকালে বেজেরগাঁও এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। মৃতরা হলো বেজেরগাঁওয়ের আল-আমিন মিয়ার ছেলে মিরাজ (৭) ও আল-আমিন মিয়ার ছোট ভাই আলমগীর মিয়ার ছেলে অয়ন (৫)। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানায়, মিরাজ ও অয়নকে সকাল ১০টা থেকে দীর্ঘ সময় বাড়ি ও এর আশপাশে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। সন্দেহ হলে তারা পাশের পুকুরে তাদের খোঁজ শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে দুই শিশুকে উ"ার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা