পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কিশোরগঞ্জের ভৈরবে অবৈধ কারখানায় সিগারেট উৎপাদন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন ভৈরব-ময়মনসিংহ সড়কের পশ্চিম পাশে ‘ইন্টারন্যাশনাল টোব্যাকো’ নামের অবৈধ প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। কম্পানিটি নকল ব্যান্ডরোল ব্যবহার করে দীর্ঘদিন ধরে সরকারের বিপুল অঙ্কের শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে আসছে।
কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৭ সালে পরিবেশ অধিদপ্তর ইন্টারন্যাশনাল টোব্যাকোকে পরিবেশ ছাড়পত্র নেওয়ার জন্য চিঠি দিলেও তা আমলে নেয়নি প্রতিষ্ঠানটি।