মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুলিবিদ্ধ হয়ে জয়নুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। র্যাবের ভাষ্য, উপজেলার সাতগাঁও চা কন্যা ভাস্কর্য এলাকায় তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে জয়নুলের মৃত্যু হয়েছে এবং তিনি ডাকাতদলের সদস্য ছিলেন। জয়নুল ইসলাম মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চানগ্রামের বাসিন্দা।
র্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্প জানায়, দুই দিন আগে সিলেট থেকে আন্ত জেলা ডাকাতদলের কয়েক সদস্যকে আটক করা হয়।