kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

ঝালকাঠিতে ভারতীয় হাইকমিশনার

ঝালকাঠি প্রতিনিধি   

১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেছেন, ‘আতিথেয়তায় বাংলাদেশিরাই সেরা। পারিবারিক পরিবেশে তাদের অভ্যর্থনায় আমরা সব সময় অভিভূত।’ গতকাল রবিবার সকাল ১০টায় ঝালকাঠির ভীমরুলি গ্রাম পরিদর্শন শেষে সার্কিট হাউসে রিভা গাঙ্গুলি দাস সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে সকাল ৮টায় হাইকমিশনার বরিশাল থেকে ভীমরুলি গ্রাম পরিদর্শনে যান। এ সময় জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রিভা গাঙ্গুলি প্রথমে ভীমরুলি গ্রামের সর্বজনীন মন্দির ঘুরে দেখেন। এ সময় গ্রামবাসী তাঁকে উলুধ্বনি আর শাঁখ বাজিয়ে বরণ করে। পরে নৌকায় চড়ে ভীমরুলি খালের দুই কিলোমিটার এলাকা, আশপাশের পেয়ারা বাগান আর ভাসমান হাট ঘুরে দেখেন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা