kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

সংক্ষিপ্ত

র‌্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক   

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের সব বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধ এবং র‌্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র ও শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। অ্যাডভোকেট ইশরাত হাসান গতকাল বুধবার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহায়তার জন্য এন্টি র‌্যাগিং কমিটি গঠন এবং বিষয়টি মনিটরিংয়ের জন্য এন্টি র‌্যাগিং স্কোয়াড গঠনে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা