kalerkantho

বুধবার । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৭  মে ২০২০। ৩ শাওয়াল ১৪৪১

বিজয়া দশমীর অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী

‘ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে’

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি   

৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতে আগামীর বাংলাদেশ এশিয়ার শ্রেষ্ঠতম দেশ হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার সাম্প্রদায়িকতা নয়; সম্প্রীতিতে বিশ্বাসী। ধর্ম যার যার উৎসব সবার। জাতি, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সমন্বিত প্রচেষ্টায় এই দেশকে এগিয়ে নিতে হবে। তবেই জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে।’

গতকাল মঙ্গলবার বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিকেল সাড়ে ৫টায় লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লাকসাম উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. শচীন্দ্র চন্দ্র দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা জেলা প্রশাসক মীর আবুল ফজল, জেলা পুলিশ সুপার মো. নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিকিৎসক রাজিব কুমার সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস ভূঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন, পৌরসভা মেয়র মো. আবুল খায়ের প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা