রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১
পৃথক ঘটনায় রাজধানীর দুটি এলাকা থেকে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার গুলশান ও বাড্ডা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গুলশান এলাকার একটি বাড়িতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সেলিনা আক্তার (৩৫) নামের এক নারী। খবর পেয়ে গতকাল সকাল ৮টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। পুলিশ আরো জানায়, স্বামী তালিম হোসেনের সঙ্গে সেলিনা আক্তার গুলশানের শাহাজাদপুর এলাকায় থাকতেন।
এদিকে গতকাল দুপুর ১২টার দিকে বাড্ডার সরণি বাগানবাড়ী এলাকা থেকে দীপা বন (২৮) নামের অন্য এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামীর নাম শোভন মণ্ডল।
বাড্ডা থানার এসআই ফেরদৌস আলম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দীপা বনের লাশ উদ্ধার করে। তদন্তের পরে এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য