সুদের টাকা পরিশোধ না করায় রাজধানীর মোহাম্মদপুরে সত্তরোর্ধ্ব এক নারীর খামার থেকে চারটি দুধেল গরু লুট করে নিয়ে বিক্রি করে দিয়েছেন স্থানীয় কৃষক লীগ ও যুবলীগ নেতারা। গত সোমবার গভীর রাতে ঢাকা উদ্যানের একতা হাউজিং এলাকার ওই খামার থেকে গরুগুলো নিয়ে যান আদাবর থানা শাখা কৃষক লীগ নেতা ফালান মিয়া ও ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. সাগর। বাধা দিলে মারধর করা হয় ওই নারীর পুত্রবধূকে। পরদিন মঙ্গলবার সকালে খামারের পাশে তাঁদের বাসায় তালা ঝুলিয়ে দেওয়া হয়।
বৃদ্ধার গরু বিক্রি করে দিলেন কৃষক লীগ-যুবলীগ নেতা
- অভিযুক্তদের পক্ষ নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
হায়দার আলী

অল্প কিছু সুদের টাকার জন্য এভাবে রাতের বেলায় খামার থেকে গরু লুট করে নিয়ে যাওয়ার পর বাসায় তালা মেরে দেওয়ার ঘটনায় মোহাম্মদপুর থানায় ভুক্তভোগী পরিবারটি মামলা করতে চাইলেও পুলিশ কোনো মামলা নেয়নি, তবে সাধারণ ডায়েরি করেন। পরবর্তী সময়ে পুলিশ সরেজমিনে গিয়ে তালাবদ্ধ ঘরটি খুলে দিলেও লুট হওয়া চারটি গরু উদ্ধারের বিষয়ে কোনো ভূমিকা নেয়নি। উল্টো যুবলীগ নেতা সাগর বৃদ্ধার খামার থেকে লুটে নেওয়া দুটি গরু ইতিমধ্যে বিক্রি করে দিয়েছেন। পুলিশ গরু উদ্ধার করা তো দূরের কথা সাগর ও ফালান মিয়ার পক্ষেই কথা বলছেন।
ভুক্তভোগী জরিনা বেগম (৭৮) জানান, তাঁর যে চারটি গরু লুট হয়েছে সেগুলোর দাম কমপক্ষে ১২ লাখ টাকা। তাঁর পুত্রবধূ শাহনাজ বেগম মোহাম্মদপুর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) নিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ—সুদের কিছু টাকার জন্য গরু নিয়ে বিক্রি করে দিল।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিজেকে আদাবর থানা শাখা কৃষক লীগের সদস্য দাবি করে ফালান মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘টাকা পাই বলেই গরু নিয়েছি, টাকা দিলে গরু ফেরত দেব।’ রাতের বেলায় খামার থেকে জোর করে গরু নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘টাকা পাইতে হইলে তো এর চেয়ে ভালো কিছু আমি দেখি না। এখানে পুলিশ-টুলিশের ভয় দেখিয়ে লাভ নাই।’
জানা গেছে, শরীয়তপুরের জাজিরা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাসিন্দা জরিনা বেগম।
খামার সম্প্রসারণ করতেই জরিনার পুত্রবধূ শাহনাজ বেগম কৃষক লীগ নেতা ফালান মিয়ার কাছ থেকে শতকরা ১২ টাকা সুদে এক লাখ টাকা, স্থানীয় যুবলীগ নেতা মো. সাগরের কাছ থেকে শতকরা ১০ টাকা সুদে দেড় লাখ টাকা নেন। একইভাবে জামাল মোল্লার কাছ থেকে এক লাখ টাকা ও পলাশ মিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা, পারুলী বেগমের কাছ থেকে ৫০ হাজার টাকা ও তমাল নামের আরেকজনের কাছ থেকে টাকা ধার নেন তিনি। কিন্তু বিগত দুই মাস পাওনাদারদের সুদের টাকা দিতে পারেননি তাঁরা। সে জন্য কয়েক সপ্তাহ ধরেই পাওনাদাররা খামার থেকে গরু নিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছিলেন।
খামার মালিক পরিবারটি পাওনাদারদের কাছে ছয় মাস সময় চায়। এরপর সুদে-আসলে সব টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা জানায়, মোহাম্মদপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন ব্যাপারীর ক্যাডার হিসেবে পরিচিত যুবলীগের মো. সাগর। কাগজে-কলমে এখনো কোনো পদে না থাকলেও ওয়ার্ড যুবলীগের পদ পেতে দৌড়ঝাঁপ করছেন সাগর।
জরিনার পরিবার অভিযোগ করেছে, খামার থেকে গরু নিয়ে ক্ষান্ত হননি সাগর। তিনি একের পর এক হুমকি দিয়ে আসছেন যে পুলিশকে জানালে তাঁদের মেরে লাশ বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে।
জরিনার ছেলে দেলোয়ার হোসেন বলেন, ‘সুদের টাকা দুই মাস দিতে পারিনি বলে সোমবার রাত ১২টার দিকে আমাদের খামার থেকে ১২ থেকে ১৩ লাখ টাকার গরু লুটে নিয়ে যায় সাগর, ফালান মিয়া ও তমাল।’
জরিনা বেগম বলেন, ‘অনেক কষ্ট করে খামারে গরু পালছিলাম। এলাকার সাগর ও ফালান খামার থেকে চারটি গরু নিয়ে গেছে।’
এ বিষয়ে ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব কালের কণ্ঠকে বলেন, ‘সুদের টাকার জন্য গরু লুট করে নিতে পারে না।’ তিনি ভুক্তভোগী পরিবারটিকে তাঁর সঙ্গে যোগাযোগ করার জন্য বলেন। কাউন্সিলর বলেন, ‘আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’
সম্পর্কিত খবর

উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে কিছুদিন
নিজস্ব প্রতিবেদক

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি কমেছে অনেকটাই। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কিছুদিনও দেশে বৃষ্টি কম থাকতে পারে। তবে বর্ষাকাল হওয়ায় বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি হবে প্রতিদিনই।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল বৃহস্পতিবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টি কিছুদিন কম থাকবে। তবে দেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে।
নাজমুল হক জানান, বৃষ্টি কম থাকার সম্ভাবনা থাকায় আগামী কিছুদিন সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে তা খুব বেশি বাড়বে না।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের ২১ তলায় আগুনের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির অনেক মালপত্র পুড়ে ছাই হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে এ তথ্য দেন ফায়ার সার্ভিস সদর দপ্তর ডিউটি অফিসার শাহজাহান হোসেন।

দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ অভিযোগ গঠন করেন। তবে জামিনে থাকা আসামি সম্রাট আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এদিন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে তাঁর আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। সেখানে উল্লেখ করা হয়, আসামি সম্রাট অসুস্থ।
সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর তাঁর বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

শিক্ষাঙ্গন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘সপ্তম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন ২০২৫ সালে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নিয়াজ জামান। আরো বক্তব্য দেন ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য ড. শামস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম (অব.) প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
।