ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে ৩৭১টি টিয়া অবমুক্ত চারজনকে দণ্ড

আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
শেয়ার
চাঁপাইনবাবগঞ্জে ৩৭১টি টিয়া অবমুক্ত চারজনকে দণ্ড

চাঁপাইনবাবগঞ্জে ৩৭১টি বন্য টিয়া পাখি অবমুক্ত ও চারজনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আজিজুল হক, রাজু, বাসেদ ও তানভির আহম্মেদ।

বিচারক আলমগীর জানান, গোপনে খবর পেয়ে সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বন্য প্রাণী অধিদপ্তর সদর উপজেলার শিবিরের হাট এলাকায় অভিযান চালায়।

মন্তব্য

সম্পর্কিত খবর

মানববন্ধন ও বিক্ষোভ

শেয়ার
মানববন্ধন ও বিক্ষোভ
৪৩তম বিসিএস নন-ক্যাডার এর অধিযাচিত সকল পদে দ্রুত সার্কুলার প্রকাশের দাবিতে গতকাল সকালে আগারগাঁওয়ের পিএসসি কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

যাত্রাবাড়ী ও রমনায় দুই শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
যাত্রাবাড়ী ও রমনায় দুই শিশুর মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে অজ্ঞাতপরিচয় ১২ বছরের শিশু এবং রমনায় একটি বাসা থেকে সুফিয়া আক্তার (১০) নামে অপর এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টা ও ভোর সাড়ে ৪টার দিকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেশিশুটিকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে গৃহকর্মী ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

 

মন্তব্য

চাঁদা না পেয়ে হামলা আরো ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চাঁদা না পেয়ে হামলা আরো ৫ জন গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানা এলাকায় পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে এ কে বিল্ডার্স প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মারধর ও গুলির ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁরা হলেন মো. আব্বাস, মো. ইয়ামিন, মো. সোহেল, মো. মাজহারুল ও মো. চাঁদ মিয়া।

গতকাল সোমবার দুপুরে র‌্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি এ তথ্য দেন। তিনি বলেন, এর আগে গত রবিবার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হান। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা আট।

এ ঘটনায় মামলার এজাহার ও ভুক্তভোগীর বিবরণে বলা হয়, গত ১১ জুলাই পল্লবীর আলব্দির টেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায়। হামলাকারীরা এ সময় চারটি গুলি করে।

দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামের প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হন।

মন্তব্য
সংক্ষিপ্ত

ওয়ারীতে হামলার শিকার শিক্ষার্থী, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ওয়ারীতে হামলার শিকার শিক্ষার্থী, গ্রেপ্তার ২

রাজধানীর ওয়ারী থানায় হামলার শিকার হয়েছে সৈয়দ রেদোয়ান মাওলা (১৭) নামের এক শিক্ষার্থী। পরে এলাকাবাসী হামলাকারীদের মধ্যে আব্দুর রহিম মাহি (১৯) ও সাব্বির হোসেন রাতুল (১৯) নামের দুই কিশোরকে আটক করে পুলিশে দেয়।

রবিবার রাত ৯টার দিকে হাটখোলা রোডে ইলিশিয়াল ভবনের পেছনের গলিতে এ ঘটনা ঘটে। ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদ কালের কণ্ঠকে বলেন, হামলাকারী ও ভুক্তভোগী সবাই শিক্ষার্থী।

তাদের মধ্যে নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে ওই রাতে পাঁচ-ছয়জন শিক্ষার্থী তাকে মারধর করছিল। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে দুজনকে আটক করে পুলিশে দেয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ