kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

নজরুল বিশ্ববিদ্যালয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরুদ্ধে লিখলে ব্যবস্থা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও বিশ্ববিদ্যালয়ের সম্মানহানিকর সংবাদ প্রচার না করার আহ্বান জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায়। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় সম্পর্কে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষার্থীরা যেন তাঁদের যেকোনো সমস্যার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে লিখিত অভিযোগ দেন।

গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় উপাচার্য কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্কে বিভিন্ন সময় নানাভাবে একটি সংঘবদ্ধ মহল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ও সংবাদ প্রচার করছে, যা অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয় সম্পর্কে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক বেশি সজাগ এবং কঠোর। বিশ্ববিদ্যালয়ের সম্মান এবং অগ্রযাত্রা ব্যাহতকারীদের সব ধরনের অপপ্রচার, বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচার বন্ধ করার জন্য সবার কাছে অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো ধরনের ষড়যন্ত্রকারী অথবা শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলে জানানো হয়।

মন্তব্যসাতদিনের সেরা