kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

যশোরে গৃহবধূ ধর্ষণ

ঘটনাস্থল পরিদর্শন করল পিবিআই

যশোর অফিস   

১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআসামির স্ত্রীকে ধর্ষণের মামলায় বাদী গৃহবধূর বাড়ি পরিদর্শন করেছেন পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) খুলনা বিভাগীয় পুলিশ সুপার আতিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামে তাঁরা যান। তবে সে সময় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাড়িতে ছিলেন না।

পুলিশ সুপার আতিকুর রহমান মিয়া বলেন, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই চলছে। আসামিদের রিমান্ডে নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে অভিযুক্তদের ডিএনএ টেস্টও করানো হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই যশোরের পরিদর্শক শেখ মোনায়েম হোসেন জানান, ভিকটিমকে বাড়িতে পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট মাদক মামলায় গৃহবধূর স্বামী জেলে যাওয়ার ৯ দিন পর ২ সেপ্টেম্বর নিজ বাড়িতে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন।

মন্তব্যসাতদিনের সেরা