ঢাকা, রবিবার ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২, ১০ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২, ১০ মহররম ১৪৪৭

নদীতে নেমে খালা-ভাগ্নে লাশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
নদীতে নেমে খালা-ভাগ্নে লাশ

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে ডুবে খালা ও ভাগ্নের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার সোমবাজার এলাকার বঙ্গবন্ধু পয়েন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃতরা হলো কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের অলুয়া গ্রামের ব্যবসায়ী আমিন উদ্দিনের ছেলে মো. নাসিম (১৭) ও তার খালা পাশের নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের ইসলাম মিয়ার মেয়ে নাসিমা আক্তার (১৯)। নাসিম কালীগঞ্জের মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং নাসিমা কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

পরিবার জানায়, গত বুধবার নাসিম নানাবাড়ি ইসলামপাড়ায় বেড়াতে যায়। গতকাল দুপুরে খালা-ভাগ্নে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সড়ক বিভাজকে ময়লা ফেলে স্তূপ করা হয়েছে

শেয়ার
সড়ক বিভাজকে ময়লা ফেলে স্তূপ করা হয়েছে
সড়ক বিভাজকে ময়লা ফেলে স্তূপ করা হয়েছে। এতে পরিবেশদূষণের পাশাপাশি চলাচলেও বিঘ্ন ঘটে। তবু দেখার কেউ নেই। রাজধানীর মালিবাগ থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য
মাহমুদুর রহমান মান্না

এভাবে মব চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এভাবে মব চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে

এভাবে মব চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে?’—এমন প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল শনিবার দুপুরে এক আলোচনাসভায় তিনি এই প্রশ্ন তোলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে নাগরিক ঐক্যের উদ্যোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ কতটুকু সুরক্ষা দেয় শীর্ষক সভায় তিনি বক্তব্য রাখছিলেন।

মান্না বলেন, বিগত যে তিনটি নির্বাচন হয়েছে তাতে পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে।

যদি এই সরকার ভালো একটা নির্বাচন করে যেতে পারে, তবেই দেশের সম্মান বাঁচবে। কিন্তু কী দেখছি? পাটগ্রামে, ব্রাহ্মণবাড়িয়ায়, বরিশালে যেভাবে মব চলছে, সেটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে? মব ভায়োলেন্সে দেশের যে অবস্থা, সাবেক সিইসি নুরুল হুদাকে পারলে বিচার করে ফাঁসি দেন; তবে আর মব ভায়োলেন্স সহ্য করার মতো না।

সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের প্রসঙ্গ টেনে মান্না বলেন, আগে আমি নিয়মিত বৈঠকগুলোতে যেতাম, এখন মনে হয় গিয়ে লাভ নেই। অনেক বিষয়েই এমন মতভেদ তৈরি হয়েছে যে আমি জানি না কিভাবে নিষ্পত্তি হবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থবিষয়ক সম্পাদক দিদারুল ভূঁইয়া, এনসিপির ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়ক আকরাম হুসাইন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভয়েস ফর রিফর্মের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুর প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্য

রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর থেকে তাঁর কোনো খোঁজ না পেয়ে তাঁর সন্ধান চেয়ে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগীর পরিবার।

খিলক্ষেত থানার ওসি মো. সাজ্জাদ হোসেন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জনতা ব্যাংকের ডিজিএম মুশফিকুর রহমানের খোঁজে মাঠে নেমেছে পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজ আদায়ের কথা বলে বাসা থেকে বের হন ব্যাংক কর্মকর্তা মুশফিকুর। তবে তিনি মসজিদে যাননি, সেটা নিশ্চিত হওয়া গেছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান নির্ণয়ের চেষ্টা করছে পুলিশ।

এদিকে ব্যাংক কর্মকর্তা মুশফিকুর রহমানের সহকর্মী জনতা ব্যাংকের কম্পানি সচিব আবদুল আলিম খান বলেন, মুশফিকুর রহমান শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে বাসার সামনে থেকে একটি রিকশায় ওঠেন।

এর পরের অবস্থান আর জানা যায়নি।

মন্তব্য
গোলটেবিল বৈঠকে বক্তারা

পুলিশকে জনবান্ধব করতে সংস্কারের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পুলিশকে জনবান্ধব করতে সংস্কারের বিকল্প নেই

বাংলাদেশ পুলিশকে জনবান্ধব, মানবিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সামগ্রিক সংস্কারের বিকল্প নেইএমন মত জানিয়েছেন বিশিষ্টজনরা। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি আয়োজিত বাংলাদেশ পুলিশ সংস্কার : প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনায় এই অভিমত উঠে আসে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত ডিআইজি ড. মো. মতিয়ার রহমান। মুখ্য আলোচক ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমান।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সহসভাপতি মো. আব্দুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাবেক আইজিপি আশরাফুল হুদা। গোলটেবিল বৈঠকে বিচারপতি, সরকারি চাকরিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক নেতা এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি ড. এম আকবর আলী। মূল প্রবন্ধে সাবেক ডিআইজি ড. মো. মতিয়ার রহমান বলেন, পুলিশ বাহিনীর কাঠামো এখনো ঔপনিবেশিক, যেখানে নাগরিক অংশগ্রহণ ও মানবাধিকারের গুরুত্ব অনুপস্থিত।

চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তিগত ও মানবসম্পদের ঘাটতি, দুর্নীতি, অতিরিক্ত কর্মচাপ ও রাজনৈতিক হস্তক্ষেপ।

পুলিশের কাজের ওপর নিরপেক্ষ নজরদারির জন্য বিচারপতি, মানবাধিকারকর্মী ও সুধীসমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের সুপারিশ করেন ড. মো. মতিয়ার রহমান।

আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। তিনি বলেন, পুলিশকে মানুষ হওয়ার সুযোগ দিতে হবে, তাদের বেতন, নিরাপত্তা ও প্রশিক্ষণ যুগোপযোগী করতে হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ