kalerkantho

মঙ্গলবার । ২৪ চৈত্র ১৪২৬। ৭ এপ্রিল ২০২০। ১২ শাবান ১৪৪১

ভোগান্তি কমাতে খুলে দেওয়া হলো ভুলতা উড়াল সেতু

নিজস্ব প্রতিবেদক   

১০ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে খুলে দেওয়া হয়েছে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা উড়াল সেতু। গতকাল শুক্রবার সকালে উড়াল সেতুটি সর্বসাধারণের পারাপারের জন্য খুলে দেয় কর্তৃপক্ষ। জানা গেছে, আগামী ১৮ আগস্ট পর্যন্ত এই সেতুটি দিয়ে যানবাহন চলাচল করতে পারবে।

এদিকে উড়াল সেতু খুলে দেওয়া হলেও ঢাকা-বাইপাস (মদনপুর-ভুলতা-জয়দেবপুর) সড়কে যানজট ছিল। তবে উড়াল সেতুর দুই পাশ দিয়ে যানবাহন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই চলাচল করে।

মন্তব্যসাতদিনের সেরা