kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

গয়েশ্বর চন্দ্র রায় বললেন

রাজপথে আন্দোলন ছাড়া খালেদার মুক্তি আসবে না

নিজস্ব প্রতিবেদক   

১০ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বিএনপির মতো দল যে আন্দোলন করার যোগ্যতা রাখে সেই আন্দোলন যত দিন পর্যন্ত না হবে ততক্ষণ শেখ হাসিনা খালেদা জিয়াকে মুক্তি দেবেন না এবং খালেদা জিয়াও মুক্তি পাবেন না।’ গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মোহাম্মদ আকরম খাঁ হলে অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে ‘ডেঙ্গুর ভয়াবহতা : জন-আতঙ্ক ও সরকারের দায়বদ্ধতা’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘নেত্রীর মুক্তির জন্য আপনাদের সবাইকে বলব, আপনারা নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুত হোন। নিশ্চয়ই দল আপনাদের আন্দোলনের ডাক দেবে। আর দল যদি ডাক না দেয় তাহলে আমাদের-আপনাদের সবাইকে মাঠে নামতে হবে।’

আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দৃশ্যমান আর অদৃশ্যমান ডেঙ্গু দেখছি ১০-১১ বছর ধরে। যে ডেঙ্গুর কামড়ে গণতন্ত্র নেই। আরেক ডেঙ্গুর কামড়ে খালেদা জিয়া ছটফট করছেন জেলখানায়, সেখানে ওষুধ নেই। রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত, আইন এবং নিয়মবহির্ভূত যত ধরনের নির্যাতন আছে তা খালেদা জিয়ার ওপরে চলছে। কিন্তু আমরা নির্বাক তাকিয়ে আছি। আইন-শাসনব্যবস্থা-বিচারব্যবস্থা সম্পূর্ণ এই সরকারের হাতে, এই ডেঙ্গুর হাতে। তাহলে আমাদের কী করতে হবে? আন্দোলনের বিকল্প নেই।’

সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে, কে এম রফিকুল ইসলাম রিপনের সঞ্চলনায় আলোচনাসভায় অন্যদের মধ্যে বিএনপির জয়নুল আবদিন ফারুক, ফরিদা মনি শহীদুল্লাহ, আবদুস সালাম আজাদ, ফরিদ উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য