kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

দুই মহাসড়কে যানজট

নিজস্ব প্রতিবেদক   

১০ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে গতকাল শুক্রবার ভোরে বৃষ্টি হওয়ায় যানজট ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও ছিল যানজট। 

জানা যায়, ভারি বৃষ্টিতে গাজীপুরের হোসেন মার্কেট, গাজীপুরা, বোর্ডবাজার, বাসন সড়ক ও বাইপাস এলাকাসহ কয়েকটি জায়গায় পানি জমে সড়ক তলিয়ে যায়। বিকেলে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত থেমে থেমে যানজট ছিল।

এ ছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ ও বৃষ্টিতে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, সরু নলকা সেতুতে গাড়ি চলতে না পারায় এবং বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় ১০ মিনিট বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতুর পূর্ব প্রান্ত থেকে করটিয়া পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয়।

মন্তব্য