গত বছরের ১২ মার্চ নেপালে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান বিধ্বস্তের ঘটনায় ৫১ জন নিহত হয়। তাদের মধ্যে নজরুল ইসলাম ও আখতারা বেগম দম্পতিও আছেন। তাঁদের মেয়ে ডা. নার্গিস আখতার কণকের প্রথম ছোটগল্পের বই ‘কালো মেয়ের কালো চশমা’ প্রকাশিত হয়েছে। গতকাল রাজধানীতে বইটির মোড়ক উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। কবি রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে অনুষ্ঠানে লেখক ছাড়াও আলোচনা করেন সাংবাদিক মাহফুজুর রহমান, শিশুসাহিত্যিক হুমায়ূন কবির ঢালী, পাতা প্রকাশনীর প্রকাশক আলেয়া বেগম আলো, বাচিক শিল্পী দিলরুবা খানমসহ অন্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য