আগরতলা বিমানবন্দরে নিরাপদে প্লেন অবতরণে ক্যাট আই লাইট স্থাপনের জন্য জমি চেয়ে ভারত বাংলাদেশকে যে অনুরাধপত্র দিয়েছে তা পর্যালোচনায় সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতের কাছ থেকে অফিশিয়ালি প্রস্তাব পাওয়ার পর সিভিল এভিয়েশনকে বিষয়টি পর্যালোচনা করতে বলা হয়েছে, তারা কাজও শুরু করেছে, তাদের প্রতিবেদনের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে এ বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়ে দুজন বিশেষজ্ঞ বলেছেন, ভারতের ওই বিমানবন্দরে যদি উভয় দেশের ইমিগ্রেশন চালু হয় তবে প্রস্তাবটি বিবেচনায় নেওয়া যেতে পারে। ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দর সম্প্রসারণ করতে ভারত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জমি চেয়ে মৌখিক প্রস্তাব রেখেছে বলে উভয় দেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনাও করেন কেউ কেউ। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল ডয়চে ভেলেকে নিশ্চিত করেছেন, ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন তাঁরা। তিনি বলেন, ‘প্রস্তাব পাওয়া গেছে এবং তা অফিশিয়াল, আনঅফিশিয়াল না।’ সূত্র : ডয়চে ভেলে।
মন্তব্য