kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

ভিজিএফ নিয়ে বিরোধ

এএসআইকে মারধর ছাত্রলীগ নেতাসহ আটক ৩

বদলগাছী-মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনওগাঁর বদলগাছীতে ভিজিএফের স্লিপ নিয়ে সৃষ্ট বিরোধ নিয়ন্ত্রণ করতে গিয়ে এএসআই মাহাবুব মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, মিঠাপুর ইউনিয়ন পরিষদে দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছিলে। এ সময় চেয়ারম্যান ফিরোজ হোসেনের কাছে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল ও থানা যুবলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রুহুল আমীন স্লিপের ভাগ দাবি করে। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে খাদাইল গ্রামের আতিকুর রহমানসহ ১৫-২০ জন যুবক রুহুলকে মারধর করে। খবর পেয়ে বদলগাছী থানার এএসআই মাহাবুব দুই পক্ষকেই সরিয়ে নেওয়ার সময় রুহুলের ছেলে মুরাদ তাঁকে বাটাম দিয়ে আঘাত করে।

মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন বলেন, ‘আমি দুস্থদের মাঝে ভিজিএফের স্লিপ বিতরণ করেছি। কিন্তু চাল বিতরণের সময় রুহুল ও ফয়সাল এসে স্লিপের ভাগ দাবি করে।’

মন্তব্য