kalerkantho

মঙ্গলবার  । ২০ শ্রাবণ ১৪২৭। ৪ আগস্ট  ২০২০। ১৩ জিলহজ ১৪৪১

ডেঙ্গু ইস্যুতে রিজভী

সরকার মানুষের জীবন-মৃত্যু নিয়ে খেলা করছে

নিজস্ব প্রতিবেদক   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসরকার ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেয়নি বরং এখনো মানুষের জীবন-মৃত্যু নিয়ে খেলা করছে বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘সিটি করপোরেশন অনেক ধরনের কথা বলেছে, তামাশামূলক কথাবার্তা বলেছে। কারণ তাদের মশা নিধনের জন্য যে ওষুধগুলো দরকার সেটা ছিল না। তারা কোটি কোটি টাকা দিয়ে যে ওষুধ নিয়ে এসেছে সেটা হচ্ছে মশার ঘুমের ওষুধ, মশা কিছুক্ষণ ঘুমিয়ে থাকবে।’

গতকাল বৃহস্পতিবার ডেঙ্গু সচেতনতায় রাজধানীর বেইলি রোড ও সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে লিফলেট বিতরণের সময় রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘প্রকৃতপক্ষে সিটি করপোরেশন মশা নির্মূল-নিধন হবে সেই ওষুধ নেয়নি। সেটা স্পষ্টভাবে প্রমাণিত।’ তিনি আরো বলেন, ‘আজকে দুর্যোগ-দুর্বিপাকের এই মহামারিতে সরকার একেবারে উদাসীন। সরকার ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেয়নি বরং এখনো মানুষের জীবন-মৃত্যু নিয়ে খেলা করছে। জনগণকে আমরা সব দিক থেকে সচেতন করার চেষ্টা করছি। মানুষকে বলছি, আপনারা ডেঙ্গু আক্রান্ত হওয়ার আগেই সতর্ক থাকুন এবং এ জন্য কী কী করণীয় সেটা ডাক্তাররা সুস্পষ্টভাবে বলেছেন। সেটাই আমরা এই লিফলেটের মাধ্যমে বলেছি।’

ডেঙ্গু নিয়ে গণমাধ্যম আতঙ্ক ছড়াচ্ছে—সরকারপ্রধানের এ রকম বক্তব্যের সমালোচনা করে বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, ‘যারা ব্যর্থ তাদের মিথ্যার আশ্রয় নিতে হয়, যারা জনকল্যাণের মধ্যে থাকে না তাদেরকে অসত্যের, মিথ্যার, বিভ্রান্তির ওপর নির্ভর করতে হয়। কারণ নিজেরাই হচ্ছে ভোটারবিহীন একটি সরকার। এই কারণে তারা মিডিয়ার বিরুদ্ধে বলছে। গণমাধ্যমই একমাত্র প্রতিচ্ছবি, একমাত্র আয়না, যেখানে সমাজের নানা অসংগতি ফুটে উঠবে।’

মন্তব্য