kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

সিলেটে চালু হচ্ছে ‘নগর এক্সপ্রেস’ বাস সার্ভিস

সিলেট অফিস   

৭ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসিলেট নগরের যানজট সমস্যা নিরসন এবং নগরবাসীর পরিবহন ভোগান্তি নিরসনের লক্ষ্যে নগরে বাস সার্ভিস চালু করছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। ‘নগর এক্সপ্রেস’ নামের এই বাস সার্ভিস আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে বলে সিসিকের পক্ষ থেকে জানানো হয়েছে। চারটি রুটে ৪০টি বাস নিয়ে যাত্রা শুরু করবে এ সার্ভিস।

গত সোমবার রাতে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে ‘নগর এক্সপ্রেস’ বাস সার্ভিসের লোগো উন্মোচন করা হয়। লোগো উন্মোচন শেষে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন নিটোল টাটার কর্মকর্তা ও নগর পরিবহনের মালিকপক্ষের প্রতিনিধিরা।

মেয়র বলেন, ‘শুরুতে টুকেরবাজার থেকে হেতিমগঞ্জ, সুরমা মার্কেট থেকে রশিদপুর, টুকেরবাজার থেকে বটেশ্বর ও এয়ারপোর্ট থেকে হাজীগঞ্জ রুটে বাস চলবে। প্রথম ছয় মাস যাত্রীরা টিকিট কেটে যাতায়াত করতে পারবে। পরে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বাসে যাতায়াতের সুবিধা পাবে নগরবাসী।’ নগরের ভেতরে বাসগুলো চলাচলের সুবিধার্থে পৃথক ইমার্জেন্সি লেন চালুর পরিকল্পনাও আছে জানিয়ে মেয়র বলেন, ‘নগরবাসীর জন্য সুলভে আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিতে এটি নতুন মাত্রা যোগ করবে বলে আমি মনে করি।’

 

মন্তব্য