kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

গাইবান্ধা-সাঘাটা সড়ক

১৯ দিন পর ভাসমান সেতু দিয়ে চলাচল শুরু

গাইবান্ধা প্রতিনিধি   

৭ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবন্যার পানির তোড়ে ভেঙে যাওয়া রাস্তায় তৈরি হওয়া গভীর গর্তে ভাসমান সেতু বসিয়ে অবশেষে গাইবান্ধা-সাঘাটা সড়কে গত সোমবার থেকে সরাসরি যান চলাচল শুরু হয়েছে। ফলে গাইবান্ধা সদরের সঙ্গে সাঘাটা উপজেলার সংযোগকারী সড়কটিতে ১৯ দিন পর চলাচল শুরু হলো। সড়কটির কুকহারহাট এলাকায় ৩৫০ ফুট রাস্তা ভেঙে গভীর গর্ত সৃষ্টি হওয়ায় সড়ক ও জনপদ অধিদপ্তর-সওজ ভাসমান সেতু তৈরি করে।

গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, ঈদকে সামনে রেখে আপাতত সেতুটি চালু করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ও প্রয়োজনীয় বরাদ্দ  পেলে আগামী দুই মাসের মধ্যে সড়ক সংস্কার করা সম্ভব হবে।

মন্তব্যসাতদিনের সেরা