kalerkantho

বুধবার । ৬ ফাল্গুন ১৪২৬ । ১৯ ফেব্রুয়ারি ২০২০। ২৪ জমাদিউস সানি ১৪৪১

পানির বদলে এসিড!

ক্ষেতলালে তাবলিগ জামায়াতের দুজন গুরুতর অসুস্থ

জয়পুরহাট প্রতিনিধি   

৭ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা মসজিদে তাবলিগ জামায়াতের দুই সদস্যকে পানির পরিবর্তে এসিড পান করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ভারতীয় নাগরিকসহ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তাবলিগ জামায়াতের দুই সদস্য। তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ।

তাবলিগ জামায়াতের কয়েক সদস্যের ভাষ্য, গত সোমবার এশার পর ভারতীয় সাথি শাহাবুদ্দিন ও ময়মনসিংহের এমদাদুল হককে আপ্যায়ন করেন ইমাম রুহুল আমীন ও সাথি আব্দুর রাজ্জাক। এরপর তাঁরা বোতলে পানি সরবরাহ করেন। সেই পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েন শাহাবুদ্দিন ও এমদাদুল। প্রথমে তাঁদের নেওয়া হয় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে। সেখান থেকে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।

ক্ষেতলাল থানার ওসি শাহরিয়ার খান জানান, রাতেই জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম রুহুল আমীন, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা