kalerkantho

রবিবার  । ১৫ চৈত্র ১৪২৬। ২৯ মার্চ ২০২০। ৩ শাবান ১৪৪১

শোক

৫ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইকবাল হোসেন

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সম্রাট ইকবাল হোসেন (৪৮) গতকাল রবিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মুন্সীগঞ্জ প্রতিনিধি।

 

হাসমত আলী ভূঁইয়া

ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘদিনের আহ্বায়ক হাসমত আলী ভূঁইয়া (৭৬) গত শনিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রবিবার বাদ আসর স্থানীয় কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল শোক প্রকাশ করেছেন। গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি।

মন্তব্যসাতদিনের সেরা