kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

সিলেটে তৃতীয় লিঙ্গের সদস্যদের হামলায় দুই ট্রাফিক পুলিশ আহত

সিলেট অফিস   

৪ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেট নগরে তৃতীয় লিঙ্গের সদস্যদের হামলায় ট্রাফিক পুলিশের দুজন কনস্টেবল মারুফ (২৩) ও কাজল (২৭) আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে নগরের জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকেল পৌনে ৪টার দিকে নগরের জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত সড়কে যানজট ছিল। এ সময় নিয়ম ভেঙে চৌহাট্টার একমুখী (ওয়ানওয়ে) সড়কে বিপরীত দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা আসছিল। ট্রাফিক সদস্যরা সেটির গতিরোধ করেন। অটোরিকশাটি সিটি সেন্টারের সামনে থামতেই ভেতর থেকে তৃতীয় লিঙ্গের দুই সদস্য নেমে এসে কনস্টেবল মারুফের ওপর অতর্কিত হামলা চালায়।

 

মন্তব্যসাতদিনের সেরা