kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

মোমেনের সঙ্গে বৈঠক

শিগগিরই আসছেন জয়শঙ্কর

কূটনৈতিক প্রতিবেদক   

৩ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিগগিরই আসছেন জয়শঙ্কর

ব্যাংককে গতকাল আসিয়ান রিজিওনাল ফোরামের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। ছবি : সংগ্রহ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর শিগগিরই ঢাকা সফরে আসছেন। গত মে মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তাঁর প্রথম ঢাকা সফর।

গতকাল শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফের) ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

ওই বৈঠকের ছবি প্রকাশ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্কর এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমি আমার বাংলাদেশি সহকর্মী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চমৎকার বৈঠক করেছি। আমি শিগগিরই ঢাকা সফর করার অপেক্ষায় আছি। প্রতিবেশীই প্রথম!’

জানা গেছে, বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছে।

কূটনৈতিক সূত্রে জানা যায়, চলতি মাসের তৃতীয় সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দুই দিনের বাংলাদেশ সফরের বিষয়ে দুই দেশের মধ্যে কথাবার্তা হচ্ছে। ১৯ থেকে ২২ আগস্টের মধ্যে ওই সফর হতে পারে।

 

মন্তব্যসাতদিনের সেরা