kalerkantho

শুক্রবার । ১০ আশ্বিন ১৪২৭ । ২৫ সেপ্টেম্বর ২০২০। ৭ সফর ১৪৪২

রোকেয়া বিশ্ববিদ্যালয়

আগস্টে কর্মচারীদের আন্দোলন বন্ধের দাবি

রংপুর অফিস   

২ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগস্ট মাসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সব ধরনের আন্দোলন বন্ধের দাবি জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবিতে গতকাল বৃহস্পতিবার আয়োজিত মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

দুপুর ১২টায় মৌন মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করার পর বিশ্ববিদ্যালয়ের বটতলায় চলে এ সমাবেশ। উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর নেতৃত্বে সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, দেড় মাসের বেশি সময় ধরে কর্মচারীদের লাগাতার আন্দোলনে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এতে সেশনজটসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে এখন আন্দোলন বন্ধ করা উচিত।

তিন দফা দাবিতে গত ১৭ জুন থেকে কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে আন্দোলন করছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

মন্তব্যসাতদিনের সেরা