kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১       

গাজীপুরে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুর মহানগর ও এর পাশের বাড়িয়া এলাকায় ডায়রিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার বিকেল থেকে গতকাল বুধবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ১০০ জন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ভর্তি রয়েছে ৮৭ জন। হাসপাতালের মেঝে, ওয়ার্ড, বারান্দা, চলাচলের পথ, এমনকি ট্রলি ওঠানোর সিঁড়িও ডায়রিয়া রোগীতে ঠাসা। বাড়তি রোগীর চাপ সামলাতে ব্যস্ত চিকিৎসক ও নার্সরা। ডেঙ্গুর লক্ষণগুলোর মধ্যে ডায়রিয়াও রয়েছে। তাই ডেঙ্গুর সঙ্গে ডায়রিয়া ছড়িয়ে পড়ায় রোগী ও নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে বাড়তি আতঙ্ক।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাদেকুল হক তুহিন কালের কণ্ঠকে জানান, অতিরিক্ত পাতলা পায়খানা, বমি ও নিস্তেজ অবস্থায় হাসপাতালে আসছে অনেকেই।

মন্তব্যসাতদিনের সেরা