kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

ডেঙ্গু রোগের পরীক্ষা

বেশি ফি আদায়ে চার ক্লিনিককে ১৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক   

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ায় রাজধানীর চারটি ক্লিনিককে ১৮ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এগুলো হলো—নয়াপল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড হাসপাতাল, আপন মেডিক্যাল, মেডিকাস ডায়াগনস্টিক সেন্টার ও সোহাগ ডায়াগনস্টিক সেন্টার। গতকাল পল্টন ও ফকিরাপুলে অভিযানকালে এই জরিমানা করা হয়েছে।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ইসলামী ব্যাংক স্পেশালাইজড হাসপাতালের কর্মী মোজাম্মেলকে দুই লাখ ও মোল্লা আলাউদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাঁদের এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আপন মেডিক্যালে শ্যামল নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা