kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

মশার ওষুধ না ছিটানোয় কাউন্সিলরের বিরুদ্ধে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক   

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএডিস মশা রোধে ওয়ার্ড কাউন্সিলরের অবহেলার অভিযোগ এনে রাজধানীর পল্লবী থানায় গত মঙ্গলবার রাতে একটি জিডি করেছেন ইউসুফ আহমেদ নামের এক সফটওয়্যার ব্যবসায়ী। তাঁর করা জিডিটি প্রথমে থানার পুলিশ নিতে চায়নি। শেষে পাঁচ ঘণ্টা পর পুলিশ তাঁর জিডি নেয়। জিডিতে তিনি উল্লেখ করেন, কাউন্সিলরকে বারবার বলার পরও তাঁর এলাকায় মশার ওষুধ ছিটানো হচ্ছে না।

জিডিতে আরো উল্লেখ করা হয়, মিরপুর ১২ নম্বরের সি ব্লকের ৭৯/বি নম্বর বাড়ি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তিনি। নিয়মিত হোল্ডিং ট্যাক্স দেন।

মন্তব্যসাতদিনের সেরা