kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে মোবাইল চুরির সন্দেহ

ডাইনিং বয়কে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক ও লাকসাম প্রতিনিধি   

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমোবাইল ফোন চুরির সন্দেহে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শহীদ আজিজ হলের ডাইনিং বয় আবদুল মান্নানকে (২৮) পিটিয়ে হত্যা করেছে আবাসিক শিক্ষার্থীরা। এ সময় পিটুনিতে আহত হয়েছেন মাসুদ (২২) ও আকবর (৩২) নামের আরো দুই ক্যান্টিন বয়। গত মঙ্গলবার রাতের এ ঘটনায় আসিফ, নাইম ও সোয়েব নামের তিন ছাত্রকে আটক করেছে পুলিশ। নিহত আবদুল মান্নান কুমিল্লার লাকসাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের রিকশাচালক ফজলুল হক ফুল মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শহীদ আজিজ হলে ডাইনিং বয় হিসেবে কাজ করে আসছিলেন আবদুল মান্নান। গত মঙ্গলবার রাতে ওই হলের এক শিক্ষার্থীর মোবাইল ফোন হারিয়ে যায়। এ ঘটনায় ডাইনিংয়ের তিন বয়কে সন্দেহ করে শিক্ষার্থীরা। পরে মান্নান, মাসুদ ও আকবরকে বেধড়ক পেটানো হয়। একপর্যায়ে ভুক্তভোগীরা অচেতন হয়ে পড়লে তাঁদের হল প্রাঙ্গণে ফেলে রাখা হয়। গতকাল বুধবার সকালে আবদুল মান্নানকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুই ডাইনিং বয়কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা