kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

তুরস্কের সেনা ও নৌপ্রধানের সঙ্গে বাংলাদেশ নৌপ্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক   

২৪ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতুরস্কের সেনা ও নৌপ্রধানের সঙ্গে বাংলাদেশ নৌপ্রধানের সাক্ষাৎ

তুরস্ক সফররত নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী সোমবার দেশটির সেনাপ্রধান জেনারেল ইয়াসের গুলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : আইএসপিআর

তুরস্ক সফররত বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী গত সোমবার দেশটির সেনা ও নৌপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর আগে দেশটির প্রথম প্রেসিডেন্ট ও আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওরঙ্গজেব চৌধুরী। পরে তিনি দেশটির সেনাপ্রধান জেনারেল ইয়াসের গুলার এবং নৌপ্রধান অ্যাডমিরাল আদনান ওজভালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। 

আইএসপিআর জানায়, দেশটির সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আওরঙ্গজেব নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছলে একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। ওই দিন বিকেলে নৌপ্রধান তুরস্কের প্রতিরক্ষাশিল্পের সভাপতি ইসমাইল ডেমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া নৌপ্রধান প্রতিরক্ষাশিল্পসংশ্লিষ্ট এসেলসান, রকেটসান, হ্যাভেলসান ও এসটিএমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

 

মন্তব্যসাতদিনের সেরা