রাজনৈতিক সমালোচনায় ভব্যতা-ভদ্রতা বজায় রাখতে বিরোধী দলগুলোর রাজনীতিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
গতকাল রবিবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধীদের প্রতিক্রিয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী এ কথা বলেন। প্রসঙ্গত, এবারের বাজেটকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না ‘ফোর-টোয়েন্টি বাজেট’ বলে আখ্যায়িত করেন। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “তিনি (মাহমুদুর রহমান মান্না) যে ভাষায় সমালোচনা করেছেন তা শুনে আমি প্রার্থনা করি যে বারবার দল বদল করার কারণে তাঁকে যেন কেউ ‘ফোর-টোয়েন্টি রাজনীতিবিদ’ না ভাবেন।