kalerkantho

শনিবার । ১৮ জানুয়ারি ২০২০। ৪ মাঘ ১৪২৬। ২১ জমাদিউল আউয়াল ১৪৪১     

‘রুহুল আমিনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে’

ফেনী প্রতিনিধি   

১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। ফেনী-২ আসনের এই সংসদ সদস্য বলেছেন, ‘তিনি (রুহুল আমিন) সম্মানিত ব্যক্তি। তাঁর সুনাম ও সম্মান নষ্ট করবেন না।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে ফেনী শহরের পাগলা মিয়া সড়কের একটি মিলনায়তনে আয়োজিত বর্ধিত সভায় নিজাম হাজারী এ কথা বলেন।

সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রসঙ্গ টেনে নিজাম হাজারী আরো বলেন, এ মামলা নিয়ে বিএনপি রাজনীতি করার চেষ্টা করছে। ঘটনার সঙ্গে আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে জড়িয়ে নানা মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি মহল ফেসবুকে এবং বিভিন্ন গণমাধ্যমে রুহুল আমিনকে নিয়ে মনগড়া, অনুমাননির্ভর খবর দিচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা